ইয়াব ভিডিও ফেস্টিভ্যালে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেলেন মধুলতা

0
82
মধুলতা
মধুলতা

গতকাল ১০ ফেব্রুয়ারি Youtuber Association in Bangladesh-YAB এর ৪ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় YAB Big Screen Video Festival 2022 এবং YAB Star Award 2022 এই দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কয়েকজন বেস্ট ইউটিউবারকে YAB Star Award 2022 পদক দেয়া হয়েছে। এছাড়াও  অভিনয় শিল্পী সংঘ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন ট্যলিপ্যাবসহ সাংবাদিক ও টেলিভিশন মিডিয়া, নাটক ও চলচ্চিত্র বিষয়ক কয়েকটি সংগঠনকে YAB Star Award 2022 সম্মানাস্বরুপ দেয়া হয়েছে। এছাড়াও জি সিরিজ ও সুরাঞ্জলীকে সেরা ইউটিউব চ্যানেল হিসেবে YAB Star Award 2022 প্রদান করা হয়। তবে ব্যক্তিপর্যায়ে বিশেষভাবে নির্বাচিত আরো ৪ জনকে YAB Star Award 2022 করা হয়। সকলের হাতে পদক তুলে দেন সংগঠনটির সভাপতি নাট্য নির্মাতা শাহিন আহমেদ।

বিস্তারিত দেখুন বিজ্ঞাপটিতে টাচ করে।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনটিতে টাচ করে।

উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হয়েছে YAB Big Screen Video Festival 2022 বা ইয়াব বড় পর্দায় ভিডিও পদর্শনী ২০২২। প্রদর্শনীর জন্য বাছাই করা হয় ১৫টি ভিডিও। যেখানে মধুলতার কলিজাতে দাগ লেগেছে শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রদর্শিত হয়ছে। অনুষ্ঠানে তার এই মিউজিক ভিডিওটি শেষ হতে না হতে সবাই করতালি দিয়ে সমর্থন করল। এছাড়াও প্রদর্শনীতে একটি ফেস্টিভ্যাল ক্রেস্টও পেয়েছেন তিনি। সংগঠনের একজন সদস্য হিসেবে পেয়েছেন একটি মেম্বারশিপ সার্টিফেকেট।

বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন
বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন

এই ক্রেস্ট প্রাপ্তি নিয়ে মধুলতা বলেন, আমি অনেক আনন্দিত যে আমি এই ফেস্টিভ্যালে অংশ করতে পারায়। তার উপর ক্রেস্ট আমাকে উৎসাহিত করেছে। যাই হোক ইয়াবের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শাহিন আহমেদকে ও ইয়াবকে ধন্যবাদ জানাই।

ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।
ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।

অনুষ্ঠান নিয়ে মধুলতা বলেন, যথেষ্ট সুন্দর একটি অয়োজন। এত সুন্দর শৃংখলা। সবাই দারুনভাবে অনুষ্ঠান উপভোগ করেছি। আমি আমার বান্ধবীসহ এসেছি। এছাড়াও খাবারসহ এই রকম প্রোগ্রাম সাধারণত আয়োজন হয়না। সব মিলিয়ে ভাল লেগেছে। আমি গর্বিত ইয়াব এর একজন সদস্য হতে পেরে। তবে আরো আগে থেকে জানলে আরো প্রস্তুতি নিয়ে ফেস্টিভ্যাল এ অংশ নিতে পারতাম।

নাটক-শর্ট ফিল্ম দেখতে বানাতে উপরের ছবিতে টাচ করুন।
নাটক-শর্ট ফিল্ম দেখতে/বানাতে উপরের ছবিতে টাচ করুন।

উলেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন আহমেদ। এছাড়াও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন ট্যলিপ্যাব এর সভাপতি মনোয়ার পাঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্যদের পাশাপাশি সুরাঞ্জলী ও জি সিরিজ এর কর্মকর্তাগণ এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

————————–

আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন- 

 পোস্টারে ক্লিক করুন
পোস্টারে ক্লিক করুন

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01324437783