শেষ হল ১৭তম টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী

0
85
১৭তম টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী
১৭তম টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী

গতকাল শেষ হল ১৭ তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী ২০২৩। গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় এ প্রদর্শনী। টানা চার দিন ধরে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলছিল এ মেলা। শেষ দিনে ১৮ই ফেব্রুয়ারি সাড়ে সাতটা পর্যন্ত খোলা ছিল। প্রথম দিনে প্রদর্শনীর উদ্বোধন করেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান।

বিস্তারিত দেখুন বিজ্ঞাপটিতে টাচ করে।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনটিতে টাচ করে।

এ প্রদর্শনীতে ৩৫টি দেশের ১২০০ এরও বেশি আন্তর্জাতিক ব্রান্ডের মেশিনারিজ প্রদর্শিত হয়েছে। এতে বাংলাদেশ, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপানসহ অন্যান্য দেশ অংশ নিয়েছে। আটটি হলের মধ্যে ১৬০০ বুথে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে এ আয়োজন। ছাত্রছাত্রীসহ টেক্সটাইল সেক্টরে কর্মরত প্রচুর পরিদর্শকের সমাগম হয় প্রদর্শনীতে।

বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন
বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন

বুথ গুলোতে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়া হচ্ছিল বিভিন্ন মেশিনের কার্যপ্রণালী যা থেকে শিক্ষার্থীরা সত্যিই উপকৃত হয়েছে। উল্লেখ্য যে, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়োর্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। করোনা মহামারির কারণে গত তিন বছর ডিটিজি মেলা অনুষ্ঠিত হয়নি।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন।
উপরের ছবিটিতে ক্লিক করুন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01324437783