#নারী

রমনায় অনুষ্ঠিত হলো “ইফতার উইথ অপরাজিতা” অনুষ্ঠান

অনুষ্ঠানে আগত নারীদের একাংশ

নিজেস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ১৫ মার্চ শনিবার বিকালে অনুষ্ঠিত হলো অপরাজিতা বিজনেস সোসাইটি সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ইফতার ও ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন সংগঠনটির মহাসচিব পপি শাহিনা। সবাইকে ধৈর্য ধারণ করা এবং লক্ষ্যে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তার বক্তব্যে।

এছাড়াও বক্তব্য রেখেছেন, অপরাজিতা মোহাম্মদপুর টিমের সভাপতি উম্মে জাহান বন্যা। সংগঠনের সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ কে প্রশংসা করেন তিনি। এই ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, অপরাজিতা খুলনা টিমের লিডার রোকসানা রিতা। তিনি তার বক্তব্যে সংগঠনের সদস্যদের একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার স্থাপনের গুরুত্ব দেন। পারস্পারিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।

সংগঠনের চেয়ারম্যান সভাপতি এর বক্তব্যে সবাইকে অন্যের সমালোচনা না করে যে যার মত যেখানে খুশি যে সংগঠনই খুশি যে প্রজেক্টে খুশি স্বাধীনভাবে কাজ করার অনুরোধ জানান। তিনি মুক্ত বিহঙ্গ বলে অবহিত করেন অপরাজিতার প্রত্যেকটি সদস্যকে।

এছাড়াও বক্তব্য রেখেছেন অপরাজিতা মোহাম্মদপুর টিমের সাধারণ সম্পাদক সাব্বি সাবা কার্যনির্বাহী সদস্য স্নিগদা জাহান। খিলগাঁও টিমের প্রতিষ্ঠাতা সদস্য মাকসুদা বেগম নুপুর।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দোয়া অনুষ্ঠিত হয়েছে ইফতার পূর্ববর্তী সময়ে। ইফতার গ্রহণের পরে যথারীতি সবার জন্য ডিনারের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠান পরবর্তীতে এক মিটিং এর মাধ্যমে আগামী ২০ তারিখ বৃহস্পতিবার অপরাজিতা যাত্রাবাড়ী টিমের ইফতার পার্টি এবং ২৫ তারিখ অপরাজিতা মোহাম্মদপুর টিমের ইফতার পার্টি অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

রমনায় অনুষ্ঠিত হলো “ইফতার উইথ অপরাজিতা” অনুষ্ঠান

Test2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *