#জাতীয় খবর

জনমত জরিপে ডাকসুতে বিপুল এগিয়ে সাদিক কায়েম!

এই জরিপ অনলাইনে সাধারণ মানুষ ও ঢাবি ছাত্র-ছাত্রী সকলের মতামত গ্রহণ করা হয়েছে এবং প্রকাশ্যে হয়েছে কোন রূপ পক্ষ পাতিত্ব ছিল না ভোটের আহবান করা এবং গননায়। এমন কেউ কোন প্রমাণ দিতে পারবে না যে তার ভোট ডিলেট করা হয়েছে। অথচ সে দিয়ে ছিল।

উল্যেখ্য, গতপরশু থেকে অনলাইন জরিপ শুরু হয় আমাদের পেজে। তাতে বাগছাস এর ভিপি প্রার্থী আব্দুল কাদের কোন ভোট পান নি। স্বতন্ত্র প্রার্থী অরাজনৈতিক হিসেবে উমামা ফাতেমা ১২% ভোট পেয়েছেন। ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মোট ভোটের ২০% এছাড়াও অন্যান্য প্রার্থীদের পক্ষে জনমত পাওয়া যায় ৪%। তবে বিপুল ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্রার্থী মোঃ আবু সাদেক বা সাদেক কায়েম। তিনি মোট ভোটের ৬৪% ভোট পেয়েছেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সারা দিন ভোট দিয়ে সত্যিকারের ভিপিকে হতে যাচ্ছেন তা নির্বাচিত করবেন। সে অপেক্ষায় সবাই। যেই জিতুক সত্য জিতে যাক। এটাই সবার চাওয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *