#Fashion #Lifestyle #politics #Sports #travel #Uncategorized #থানা প্রতিনিধি

ভোলা চরফ্যাশন থানা প্রতিনিধি ইয়াছিন; সর্বোচ্চ প্রতিবেদন দাতা

ভোলা চরফ্যাশন থানা প্রতিনিধি ইয়াছিন

ভোলা জেলার চর ফ্যাশন থানা প্রতিনিধি হিসেবে গত আগস্ট মাসে যুক্ত হয়েছিলেন ইয়াছিন । ইতিমধ্যে তিনি জয়েন করে এফএম নিউজ এ সর্বোচ্চ প্রতিবেদন জমা দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করেন। তার আইডি নাম্বার ২৫১২।

চর ফ্যাশনের যেকোনো খবর ঘটনা প্রবাহ এবং উন্নয়ন কর্মকান্ড, সামাজিক কর্মকান্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশ ও জাতির কাছে তুলে ধরতে তিনি এফএম নিউজ এর প্রতিনিধিত্ব করবেন। আপনার প্রয়োজনে অথবা দেশ-জাতি ও সমাজের কল্যাণে চর ফ্যাশন ও ভোলা জেলার যে কোন তথ্য জানাতে ইয়াছিন এর সাথে যোগাযোগ করুন +880 1752-476058

উলেখ্য, সারা দেশে প্রতিটি থানায় প্রতিনিধি নিচ্ছে এফএম নিউজ। অবৈতনিক/ শিক্ষানবিশ হিসেবে এসব প্রতিনিধি নিয়োগ করা হবে ৬-১২ মাস মেয়াদি।

এসব প্রতিনিধিদের জন্য রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা।

প্রশিক্ষণের বিস্তারিতঃ

অনলাইন প্রশিক্ষণঃ সাংবাদিকতার নীতি ও প্রতিবেদন তৈরি

আলোচ্য বিষয় সমূহঃ
০১. এফএম নিউজ এর জন্ম, লক্ষ্য ও প্রতিনীধিদের ভবিষ্যত।
০২. এফএম নিউজ এর গ্রহণ যোগ্যতা, প্ল্যাটফর্ম ধরন-মান।
০৩. সাংবাদিকতায় আয় উপার্জন ও সামাজিক দায়-দায়িত্ব।
০৪. সাংবাদিকের নিজের নিরাপত্তা ও দেশের প্রতি দায়িত্ব।
০৫. সাংবাদিকতায় সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সমূহ।
০৬. প্রতিবেদন সাজানো, ভিডিও প্রতিবেদন তৈরি।
০৭. শিরোনাম বা ক্যাপশন তৈরি।

সময়: প্রতি শুক্রবার সকাল ১০ টা

প্রশিক্ষণের ফলাফলঃ
১. সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে আপনার থানায় এফএম নিউজ এর প্রতিনিধি হিসেবে শিক্ষানবিশ/অবৈতনিক ৬-১২ মাস কাজের সুযোগ পাবেন।
২. এফএম নিউজ এর থানা প্রতিনিধি হিসেবে আইডি কার্ড ও স্টিকার যুক্ত গলার ফিতা পাবেন।
৩. অভিজ্ঞতা অর্জনের পর বেতন/কমিশন ভিত্তিক জেলা প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ এবং অগ্রাধিকার থাকবে।

অংশগ্রহনের নিয়ম:
১. অনলাইনে আবেদন করে ২০০ টাকা জমা দিতে হবে।
২. প্রশিক্ষণ ফি আট শত টাকা প্রশিক্ষণের দিন পরিশোধ থাকতে হবে।
৩. প্রশিক্ষণ কালিন হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত থাকতে হবে; সকল ব্যস্ততা এড়িয়ে নিরিবিলি পরিবেশে।

সাংবাদিকতায় আপনার এগিয়ে যাওয়ার প্রত্যয়ে…

FMNews24.com
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

প্রশিক্ষণে অংশ নিতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন অথবা নিচের লিংকে ক্লিক করে প্রবেশ করুনঃ

https://www.facebook.com/fmnewsbd/posts/pfbid02UqRiaHdZTo5FSJ3SVXoAHiDFxLBJBoGMvZZsjBPhiFWXBbbu1xStNf6Eri3TzCrGl

ঠিকানাঃ

আমরা আছি পরিক্ষা মুলক সম্প্রচারে…আমরা আসছি….বাংলাদেশ ও বিশ্বজুড়ে

ঢাকা, মোঃপুর, তাজমহল রোড, কেএফসি”র ভবন।
মোবাইলঃ
01324437787
01674213910 imo & whatsapp

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *